Wednesday , September 20 2017
Home / Mix News / প্রতি সেকেন্ডে অ্যাপল, ফেসবুক ও গুগলের আয় দেখুন

প্রতি সেকেন্ডে অ্যাপল, ফেসবুক ও গুগলের আয় দেখুন

তেলের থেকে প্রযুক্তি মূল্যবান। তারই প্রমাণ মিলছে অ্যাপল, অ্যালফাবেট (গুগলের প্রধান কোম্পানি), মাইক্রোসফট এবং ফেইসবুকের আয়ে। প্রতি সেকেন্ডে ২ হাজার ডলারেরও বেশি আয় করছে তারা।

ব্যবসায় তথ্য বিষয়ক পোর্টাল পেনি স্টকস ল্যাবের একটি ডাটা ভিজ্যুয়ালাইজেশনে এসব তথ্য প্রকাশ করা হচ্ছে।

battle600প্রকাশিত তথ্য মতে, প্রতি মিনিটে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর আয় ১ লাখ ৪০ হাজার ডলার। যার মধ্যে প্রায় ৫০ শতাংশ আয় আসে অ্যাপলের ঘরে।

যদিও সব কোম্পানির আয় সমান নয়। টুইটার,প্যানডোরা, ইয়েল্পের মতো কোম্পানিগুলো লাভবান হতে হিমশিম খাচ্ছে। কেউবা বিভিন্ন সেবা চালু ও বন্ধের মাধ্যমে এগিয়ে চলার পথ খুঁজছেন।

কেউ কেউ মনে করছেন সিলিকন ভ্যালি ভিত্তিক কোম্পানিগুলোর আয় আন্তর্জাতিক অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলবে। আবার কেউবা বলছেন প্রযুক্তি কোম্পানিগুলোর ট্যাক্স বাড়িয়ে দিতে।

Divert More Traffic
For Your Website

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Web Design BangladeshWeb Design BangladeshMymensingh